About Us

BAAC is an IRS registered 501(c ) non-profit organization which is non-political geared solely for the purpose of social and charitable work in our community. We provide much needed social services that have included free-health clinic, mobile visa-camp, free H1N1 vaccine clinic during H1N1 epidemic in the United States etc. On the social and cultural side we consistently observe Pohela Boishakh, Independence Day and Victory Day of Bangladesh with social and cultural programs.
We have started our new term with recently concluded Inauguration and Oath Taking Ceremony October 23rd, 2021.
We continue to strive to keep the spirit of Bangladesh community alive amongst the expatriates Bangladeshis/Bangalees in Connecticut.
This year marks the 16 year of our existences, although many of Bangladeshi families have lived in Connecticut since the late 1960s. Our mission is to continue to provide social support to expatriate Bangladeshis in need- including enhancing their communication skills, assisting them with various vocational training that can improve their skills in the United States, introducing various scholarship programs and continue to provide much needed health care services to the expatriates where they may find it challenging to get such services through U.S. government agencies and facilities.

বাক একটি IRS নিবন্ধিত 501(গ) অলাভজনক সংস্থা যা শুধুমাত্র আমাদের সম্প্রদায়ের সামাজিক এবংদাতব্য কাজের উদ্দেশ্যে অরাজনৈতিক সংগঠন হিসেবে অব্যহত। 

আমরা অনেক প্রয়োজনীয় সামাজিক পরিষেবা প্রদান করি যা মার্কিন যুক্তরাষ্ট্রে H1 N1 মহামারীর সময়বিনামূল্যে স্বাস্থ্য ক্লিনিক, মোবাইল ভিসা-ক্যাম্প, বিনামূল্যে H1 N1 ভ্যাকসিন ক্লিনিক ইত্যাদি অন্তর্ভুক্তকরেছে। 

সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে আমরা ধারাবাহিকভাবে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেবাংলাদেশের পোহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালন করি।

২৩ শে অক্টোবর, ২০২১ তারিখে সদ্য সমাপ্ত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের সাথে আমরা আমাদেরনতুন মেয়াদ শুরু করেছি।

কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশী/বাঙ্গালীদের মধ্যে বাংলাদেশ সম্প্রদায়ের চেতনাকে বাঁচিয়ে রাখারজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই বছর আমাদের অস্তিত্বের ১৬ বছর পূর্তি, যদিও ১৯৬০-এর দশকের শেষ থেকে অনেক বাংলাদেশীপরিবার কানেকটিকাটে বসবাস করছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রয়োজনের প্রবাসী বাংলাদেশীদেরসামাজিক সহায়তা প্রদান অব্যাহত রাখা- যার মধ্যে রয়েছে তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, তাদেরবিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণে সহায়তা করা যা যুক্তরাষ্ট্রে তাদের দক্ষতা উন্নত করতে পারে, বিভিন্ন বৃত্তিকার্যক্রম চালু করতে পারে এবং প্রবাসীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান অব্যাহত রাখা যেখানে তারামার্কিন সরকারী সংস্থা এবং সুবিধার মাধ্যমে এই ধরনের সেবা পাওয়া চ্যালেঞ্জিং মনে করতে পারে।

Bangladeshi American Association of Connecticut (BAAC) is a non-profit, voluntary, nonpolitical, and secular forum organized exclusively for cultural, educational and charitable purposes. It qualifies under Section 501 (c) (3) of the internal revenue code as a non-profit organization.

বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ সংগঠন/ফোরাম, যা শুধুমাত্র সাংস্কৃতিক, শিক্ষাগত এবং দাতব্য উদ্দ্যেশে আয়োজিত হয়। এটি একটি সংস্থা হিসাবে অভ্যন্তরীণ রাজস্ব কোডের ধারা ৫০১ (সি)(৩) এর অধীনে যোগ্যতা অর্জন করে।